আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ ঝিনাইদহ শৈলকুপা ত্রিবীনি গ্রামে অভিযান চালিয়ে যৌতুক মামলার আসামি মধুপুরের রশিদকে গ্রেফতার করেছে। গতকাল বৃস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
জানা গেছে, উপজেলার মধুপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে আব্দুর রশিদ (৪০) কয়েক বছর আছে ২ সন্তানসহ স্ত্রীকে তালাক দিয়ে দেয়। স্ত্রীকে তালাক দিয়ে স্ত্রীর ভাইয়ের তালাক দেয়া স্ত্রীকে ২য় বিয়ে করে। পরে রশিদের প্রথম স্ত্রী কোর্টে যৌতুক আইনে মামলা দায়ের করে। ওই মামলায় আদালত রশিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। গ্রেফতার হওয়ার ভয়ে এলাকা ছেড়ে ঝিনাইদহ শৈলকুপা উপজেলার ত্রিবীনি গ্রামের ২য় স্ত্রীর বাপেরবাড়ি পালিয়ে ছিলো। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত কনস্টেবল মনিরকে সঙ্গে নিয়ে ত্রিবীনি গ্রাম থেকে রশিদকে গ্রেফতার করে নিয়ে আসে। আজ জেলহাজতে প্রেরণ করা হবে।