হাসাদাহ প্রতিনিধি: জীবননগর উপজেলার হাসাদাহ ইউনিয়নের পনরসতিপাড়া গ্রামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর মোবাইলফোনে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক থাকায় তার পরকিয়া প্রেমিককে বাড়িতে ডেকে নিয়ে অভিসারে মেতে ওঠেন। স্থানীয়রা দুজনকে অবৈধ্য কাজে লিপ্ত অবস্থায় হাতে-নাতে আটক করা হয়েছে অভিযোগ করা হয়েছে। পরে গ্রাম্যসালিসে তাদেরকে দেড় লাখ টাকা দেনমোহরে বিয়ে দেয়া হয়।
এলাকাবাসীসূত্রে জানা যায়, হাসাদাহ ইউনিয়নের পনরসতিপাড়া গ্রামের বিশারত মালিথার মেয়ে ও প্রবাসীর স্ত্রী নওশীন (২৮) ও মহেশপুর উপজেলার কোল্লাহ গ্রামের নুরুল ইসলামের ছেলে দু’সন্তানের জনক রেজাউল ইসলামের সাথে (৩২) মোবাইলে দীর্ঘদিন প্রেমের সম্পর্র্ক চলছিলো। এরই সূত্রে গত বুধবার রাত ১০ঘটিকায় প্রেমিক রেজাউল গোপনে প্রেমিকা নওশীনের বাড়িতে আসে। এ সময় তাদেরকে আপত্তিকর অবস্থায় বেরসিক জনতা হাতে-নাতে আটক করে। পরে উভয়পক্ষের সম্মতিতে দেড় লাখ টাকা দেনমোহর ধার্য করে প্রেমিক রেজাউল নওশীনকে বিয়ে করে। পরে ওই রাত্রেই নববধূকে নিয়ে নিজবাড়ি কোল্লাহ গ্রামে ফিরে যায়।