দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্প বাৎসরিক পরিদর্শন করলেন পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম
ভ্রাম্যমাণ প্রতিনিধি: চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার মাহাবুবুর রহমান পিপিএম। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় দামুড়হুদার কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে বাৎসরিক পরিদর্শনে আসেন। ক্যাম্পের সার্বিক পরিবেশ ও এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি আইসি সহ সহকারী উপ-পরিদর্শকদের মাদকের বিষয়ে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন। চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহাবুবুর রহমান কার্পাসডাঙ্গা পুলিশ ক্যাম্পে এসে পৌঁছুলে ক্যাম্প ইনচার্জ এসআই আসাদুর রহমান আসাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ আকরাম। সালাম গ্রহণ শেষে পুলিশ সুপার অফিসের সকল কাগজপত্র, ক্যাম্পের সার্বিক পরিবেশ ঘুরে ঘুরে দেখেন। পরে তিনি ক্যাম্পে থাকা সকল সদস্যদের উদ্দেশে বলেন আইনশৃঙ্খলার স্বাভাবিক অবস্থাকে ধরে রাখার জন্য তৎপর থাকার কথা বলেন। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। পরে তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাত করেন।