স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বড় বাজারের ব্যবসায়ী বিমানের মা মোমেনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……… রাজেউন)। গতকাল বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা শেখ পাড়াস্থ তার নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর। মোমেনা বেগম দীর্ঘদিন ধরে হৃদরোগে ভুগছিলেন। মোমেনা বেগম চুয়াডাঙ্গা শেখপাড়ার মৃত মোনাজাত আলীর স্ত্রী। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ৩ মেয়ে, নাতী-নাতনী, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বাদ মাগরিব চুয়াডাঙ্গা মাঝেরপাড়া পুরাতন গোরস্থান জামে মসজিদে মরহুমার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।