স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার গাইদঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী তরিকুল ইসলামের লাঠির আঘাতে আছমা খাতুন নামের এক গৃহবধূ আহত হয়েছে। তিনি চুয়াডাঙ্গা জেলা সদরের গাইদঘাট স্কুলপাড়ার আশরাফুল হকের স্ত্রী। গতকাল বুধবার সন্ধায় আহতাবস্থায় তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আছমার স্বামী আশরাফুল অভিযোগ করে বলেন, গতকাল বুধবার বিকেলে তার ছেলে হাসান প্রতিবেশী তরিকুলের ছেলে রাহুলের সাথে খেলছিলো। একপর্যায়ে হাসান রাহুলকে ধাক্কা দিলে সে পড়ে যায় এবং মাথায় আঘাত পায়। এ নিয়ে উভয় পরিবারের মধ্যে শুরু হয় গ-গোল। একপর্যায়ে তরিকুল ইসলাম লাঠি দিয়ে আছমাকে পিটিয়ে আহত করে। প্রতিবেশী ও পরিবারের অন্যান্য সদস্যরা আছমা খাতুনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে।