স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছেন। গতকাল বুধবার সন্ধ্যায় আহতাবস্থায় তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সিরাজুল ইসলাম মনি চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছির সাবেক মেম্বার মৃত মসলেম উদ্দীন বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বুধবার সন্ধ্যা ৭টায় সিরাজুল ইসলাম মনি চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে থেকে একটি অনুষ্ঠান শেষে মোটরসাইকেলযোগে পৌরসভায় ফিরছিলেন। পথিমধ্যে চুয়াডাঙ্গা সরকারি কলেজের সামনে পৌঁছুলে একটি কুকুর ছুটে এসে তার মোটরসাইকেলের সাথে ধাক্কা মারে। তিনি সড়কের পাকাস্থানে আছড়ে পড়ে রক্তাক্ত আহত হন। দুর্ঘটনায় তার বাম পা ভেঙ্গে যায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনার খবর পেয়ে সিরাজুল ইসলাম মনিকে দেখতে হাসপাতালে ছুটে যান পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, কাউন্সিলর একরামুল হক মুক্তাসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ।