গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদ-
দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। দর্শনা আন্তর্জাতিক স্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ গ্রেফতার করেছে অভিযুক্ত মাদককারবারি মিনাকে। ভ্রাম্যমাণ আদালতে মিনাকে ১৫ দিনের কারাদ-ে দ-িত করেছেন আদালতের বিচারক। গতকাল বুধবার বিকেল ৫টায় দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর হোসেন, এএসআই লাভলু ও মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে আন্তর্জাতিক স্টেশন এলাকা থেকে গ্রেফতার করেছেন, রেল স্টেশনপাড়ার আব্দুল বারেকের মেয়ে মিনাকে (৩০)। পুলিশ বলেছে, মিনার কাছ থেকে উদ্ধার করা হয় ২০ গ্রাম গাঁজা। গতকালই সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয় মিনাকে। ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, গাঁজা রাখার অপরাধে মিনাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ-ে দ-িত করেন।