আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালতে ২ মাদকব্যবসায়ী ও ৩ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডাদেশ প্রদান করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে মাদকসেবনকালে তাদের আটকের পর ভ্রাম্যমাণ আদালতে এ সাজা দেয়া হয়।
জানা গেছে, আলমডাঙ্গার কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের মৃত চান্দ আলীর ছেলে আয়ুব আলী (৫৫) দীর্ঘদিন ধরে মাদকব্যবসা করে। একাধিকবার মাদকসহ পুলিশের হাতে ধরাও পড়েছে। জেল থেকে বাড়ি এসেই পূর্বের ন্যায় মাদকব্যবসা শুরু করে। আলমডাঙ্গা ক্যানেলপাড়ার মৃত কালিপদ’র ছেলে সনাতন (৫০) আলমডাঙ্গা শহরে ভ্রাম্যমাণ মাদকব্যবসায়ী। সনাতন একাধিকবার মাদকসহ পুলিশের হাতে ধরা পড়ে। গোবিন্দপুর গ্রামের মৃত মোসলেম আলীর ছেলে আনোয়ার (৩৮), থানাপাড়ার মৃত রফিক আলীর ছেলে আলম হোসেন (৪০) ও খাসকররা ইউনিয়নের খাইরুল মাদকসেবী। গতকাল আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী আয়ুব আলী, সনাতন, মাদকসেবক আনোয়ার, আলম হোসেন ও খাইরুলকে আটক করে। পরে আলমডাঙ্গা রেলস্টেশনে উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাহাত মান্নান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাদকব্যবসার অপরাধে আয়ুব আলী ও সনাতনকে ৬ মাস করে ও মাদকসেবনের অপরাধে আনোয়ার হোসেনের ৭ দিন এবং আলম হোসেন ও খাইরুলকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। গতকালই তাদের জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ছবি: ভ্রাম্যমান আদালত।