স্টাফ রির্পোটার: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা দুদকের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৯ ডিসেম্বর সারাদেশের ন্যায় চুয়াডাঙ্গায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হবে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অফিসে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন। প্রস্তুতি সভায় উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক এসএম ই¯্রাফিল, সদস্য সচিব রেবেকা সুলতানা, সদস্য ইলা হক, অ্যাড নওশের আলী ও বিপুল আশরাফ। বক্তারা বলেন, দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায়গুলোর অন্যতম হচ্ছে জনগণের মধ্যে নৈতিকতাবোধ জাগিয়ে তোলা। বিগত কয়েকবছর যাবত দুর্নীতি প্রতিরোধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করার কারণে আমাদের সমাজে কিছুটা হলেও স্বস্তি ফিরে এসেছে। প্রস্তুতি সভায় সিদ্ধান্ত নেয়া হয় ৯ ডিসেম্বর সকাল পৌঁনে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন গড়ে তোলা হবে। করা হবে র্যালি। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, সাংস্কৃতিক-ক্রীড়া ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সর্বস্থরের জনগণকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।