মেহেরপুর অফিস: মেহেরপুরে নারী ও শিশু এবং প্রবাসী কল্যাণ হেল্প ডেস্ক থেকে প্রাপ্ত সুবিধাভোগীদের নিয়ে বিশেষ মতবিনিময়সভা করেছে জেলা পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় মেহেরপুর পুলিশ লাইন মিলনায়তনে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার আনিছুর রহমান। অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ আব্দুল্লাহ আল মাহমুদ, মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আলামিন হোসেন, উপদেষ্টা তুহিন আরণ্য, মেহেরপুর পৌরসভার সাবেক কাউন্সিলর পলি খাতুন, সুবিধাভোগী নারী শিউলি খাতুন, পুরুষ কাসেম মিয়া প্রমুখ।
মেহেরপুর জেলা পুলিশ সুপার কার্যলয় সূত্রে জানা গেছে, নারী ও শিশু হেল্প ডেক্সের মাধ্যমে জেলা পুলিশের কাছে অভিযোগ এসেছে ১৫৩টি। যার মধ্যে পুলিশ সুপার কার্যালয়ে আপোষের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে ৮৬টি, জেলার তিন থানার মধ্যেমে নিষ্পত্তি হয়েছে ২৬টি, ডিবি পুলিশের মাধ্যমে নিষ্পত্তি ৮টি, ডিএসবি কর্তৃক নিষ্পত্তি ১টি, অভিযোগ প্রত্যাহার ৪টি, সিআইডি ও এএসপি সার্কেল অফিস নিষ্পত্তি করেছে ১টি করে অভিযোগ। বাকি ২৬টি মামলা কোর্টে প্রেরণ করা হয়েছে। এছাড়াও এখন নতুন করে চালু করেছেন প্রবাসী কল্যাণ হেল্প ডেক্স। এ ডেক্সের মাধ্যমে ২২ জন অসহায় যুবককে প্রতারণার হাত থেকে উদ্ধার করে কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।