মুজিবনগরে মহিলা সমাবেশে অধ্যাপক ফরহাদ হোসেন এমপি

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও নৌকায় ভোট দিন
মুজিবনগর প্রতিনিধি: সরকারের সাফল্য ও উন্নয়নের অগ্রগতি নিয়ে মেহেরপুরের মুজিবনগরে মহিলা কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মুজিবনগর অডিটোরিয়াম হলরুমে মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগ আয়োজিত অনুষ্ঠানে হাজারো মহিলা কর্মীর সমাগম ঘটে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন দোদুল ।
বক্তৃতায় ফরহাদ হোসেন দোদুল বলেন, সারা বিশ্বে বাংলাদেশকে একটি সম্মানজনক অবস্থায় নিয়ে গেছে জাতির জনকের কন্যা দেশরতœ জননেত্রী শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে দেশ আজ নি¤œআয়ের দেশ থেকে নি¤œমধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। দেশ আজ একটি শান্তির দেশ হিসেবে পরিণত হয়েছে। আগামীতে আমরা একটি উন্নত স্বচ্ছল দেশে পরিণত হতে যাচ্ছি।
বিশ্বব্যাপী শেখ হাসিনা প্রশংসিত হচ্ছেন উল্লেখ করে তিনি আরও বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নের মহাসড়কে, দেশের এই উন্নয়নের ধারাকে ধরে রাখার জন্য আবারও নৌকায় ভোট দেয়ার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভাপতি তকলিমা খাতুন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ খালেক, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়া উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মতিউর রহমান মতিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু, জেলা যুব মহিলা লীগের সভাপতি সামিউল বাসিরা পলি, মেহেরপুর সদর থানা সভাপতি লতিফুন নেছা লতা, মুজিবনগর উপজেলা সম্পাদিকা তহমিনা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদিকা অ্যাড. রুত শোভা মন্ডল।