স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা রেলপাড়ার মৃত গোলাম মুনতাকিম জোয়ার্দ্দারের ছোট ছেলে গোলাম মাবুদ জোয়ার্দ্দার (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে …..রাজেউন)। গত সোমবার বিকেল ৫টায় বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন বলে তার পরিবার সূত্রে জানা গেছে। মরহুম গোলাম মাবুদ জোয়ার্দ্দার ছিলেন মাননীয় হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের পিতা মরহুম সিরাজুল ইসলাম জোয়ার্দ্দারের মামাতো ভাই। চাচার মৃত্যুর সংবাদ শুনে চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ মাননীয় হুইপ বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন গতকাল মঙ্গলবার ঢাকা থেকে সরাসরি এসে চুয়াডাঙ্গা রেলপাড়াস্থ মরহুম গোলাম মাবুদ জোয়ার্দ্দারের দাফন কার্যে শরিক হন। গতকাল মঙ্গলবার বাদ জোহর চুয়াডাঙ্গা বড় মসজিদে মরহুমের নামাজে জানাজা শেষে রেলপাড়ার পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। দাফন কার্যে আরও শরিক হন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা শ্রমিক লীগের নব-নির্বাচিত সভাপতি আফজালুল হক বিশ্বাস, সাধারণ সম্পাদক রিপন ম-লসহ এলাকার মুসল্লিগণ।
উল্লেখ্য, মরহুম গোলাম মাবুদ জোয়ার্দ্দার ছিলেন ব্রিটিশ আমলের গ্রাজুয়েট এবং চিরকুমার। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের লাশের পাশে দাঁড়িয়ে নীরবে কিছুক্ষণ অপ্রকৃতিস্থ হয়ে পড়েন মাননীয় হুইপ। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠানেও শরিক হন।