ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা

ঝিনাইদহ প্রতিনিধি: গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের অংকুর নাট্য একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় ফ্যামিলি জোন এ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক অংকুর নাট্য একাডেমির সভাপতি ব্যাংকার মোসলেম আলী। সভায় আলোচনা করেন বাংলাদেশ টেলিভিশনের অভিনেতা, নাট্যকার ও নির্দেশক আব্দুস শহীদ মিঠু, অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম উদ্দিন জুলিয়াস, অংকুর নাট্য একাডেমির সহ-সহাপতি আবু মূসা, ইছাহাক আলী, আশরাফুল আলম, আমিরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক মীর আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক শারমিন আহমেদ রিমা, লিজা ফেরদৌস, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ, সহ- সাংস্কৃতিক সম্পাদক অপুর্ব কুমার ঘোষ, সালমা খানম, তথ্য ও গবেষণা সম্পাদক সাজ্জাদ আহমেদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাইফুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আল জিন্নাত ফেরদৌস, ক্রীড়া বিষয়ক সম্পাদক হায়দার আলী, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক ওহিদুজ্জামান অনিক, সমাজ কল্যাণ সম্পাদক তাসলিমা আক্তার তিন্নি, সহ-সমাজ কল্যাণ সম্পাদক সুরভি ইসলাম, প্রচার সম্পাদক সুজন আলী, সহ-প্রচার সম্পাদক রমা চট্টোপাধ্যায়, দফতর সম্পাদক রোম্মান আহমেদ বিদ্যুত প্রমুখ। সার্বিক সহযোগিতা ও পরিচালনা করেন অংকুর নাট্য একাডেমির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাজিম উদ্দিন জুলিয়াস। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, বার্ষিক শিক্ষা সফর ও একটি জাতীয় নাট্য উৎসব করার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সকলের সর্বসম্মতিক্রমে আজীবন সদস্য আবেদনকারীদের সকলেরই অনুমোদন দেন।