ঝিনাইদহ ও হরিণাকুণ্ডুর দুই ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদরের কুবিরখালী ও হরিণাকুণ্ডু উপজেলার মান্দিয়ার বাজারে পৃথক ঘটনায় গত সোমবার রাতে দুই ইউপি সদস্যসহ ৩ জনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। হরিণাকুণ্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সদস্য সাহেব আলী জানান, গত সোমবার রাতে শ্রীফলতলা বাজার থেকে ইউপি সদস্য রেজাউল ইসলাম ও আলী হোসেন নিজ গ্রামে আসছিলেন। পথিমধ্যে মোটরসাইকেলযোগে মান্দিয়া খালপাড়ে ৬-৭ জনের একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা করে। তাদেরকে কুপিয়ে ও পিটেয়ে জখম করে নগদ ৫০ হাজার টাকা ও মোবাইলফোন কেড়ে নেয়। ইউপি মেম্বার রেজাউল হরিণাকুণ্ডু উপজেলার ভবিতপুর গ্রামের হারেজ ম-লের ছেলে এবং আলী হোসেন মেম্বার রঘুনাথপুর গ্রামের ফৈজদ্দীন মালিথার ছেলে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার হরিণাকুণ্ডু থানায় মামলা হয়েছে। অন্যদিকে একইদিন ঝিনাইদহ সদর উপজেলার কুবিরখালী গ্রামের ইছহাক আলীর ছেলে মোশাররফ হোসেনকে তার চাচা ও চাচাতো ভাইরা কুপিয়ে জখম করে। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।