কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে সাংবাদিক আব্দুস সালামের ছেলে জাবায়ের-বিন-সানজিদ (১১) ইন্তেকাল করেছে (ইন্নালিল্লাহে …..রাজেউন)। মঙ্গলবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জাবায়ের-বিন-সানজিদ কুষ্টিয়া থেকে প্রকাশিত দৈনিক মাটির পৃথিবী পত্রিকার স্টাফ রিপোর্টার আব্দুস সালামের ছেলে এবং মিরপুরের দারুস সালাম একাডেমির ৪র্থ শ্রেণীর ছাত্র। সে দীর্ঘদিন ধরে ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলো। তার অকাল মৃত্যুতে মিরপুর প্রেসক্লাবের সভাপতি আলহাজ মহাম্মদ আলী জোয়ার্দ্দার, সহ-সভাপতি কাঞ্চন কুমার, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রিমনসহ কুষ্টিয়ায় কর্মরত সাংবাদিকরা গভীর শোক প্রকাশ করেছেন।