দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন

হাজি ওসমান সভাপতি ও আব্দুর রাজ্জাক সাধারণ সম্পাদক
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ দোকান মালিক সমিতি চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড় শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গতপরশু সোমবার অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে ৩৯ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটিতে হাজি মো. ওসমান আলীকে সভাপতি ও আব্দুর রাজ্জাক জোয়ার্দ্দারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে যারা রয়েছেন তাদের মধ্যে সিনিয়র সহসভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সহসভাপতি হাজি একরামুল হক পর্বত, হাজি আশাবুল হক বুলু, মতিয়ার রহমান, হাজি সাইদুর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক আশাবুল হক আশা, সহসাধারণ সম্পাদক মোজাম্মেল হক খোসাল, শেখ কামাল মোহাম্মদ, ইলিয়াস হোসেন, সাংগঠনিক সম্পাদক শিপন আলী, সহসাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম (১), সামসুল আরেফিন, আক্তারুজ্জামান লাবলু, প্রচার সম্পাদক আলীমুজ্জামান আলীম, সহপ্রচার সম্পাদক টিটুউর রমান টিটু, কোষাধ্যক্ষ আরিফুল ইসলাম আরিফ, ধর্ম ও সমাজসেবা বিষয়ক সম্পাদক হাজি মইনুল ইসলাম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, কার্যকরী সদস্য যাথক্রমে আক্তারুজ্জামান আক্তার, আনিছুজ্জামান আনিস, আব্দুর রউফ, আক্তার হোসেন পল্টু, উজ্জল কুমার অধিকারী, সোহেল রানা, শামীম মোল্লা, জামাল উদ্দীন, রাইয়ান মিয়া রায়হান, গোলাম কিবরিয়া, কৃষ্ণ কুমার অধিকারী, আজগার আলী, বকুল হোসেন, জহরুল ইসলাম, জিয়াউর রহমান, আব্দুস কুদ্দুস, আব্দুল হালিম ও আজীমুজ্জামান।
গত সোমবার অনুষ্ঠিত সভায় পূর্ণাঙ্গ এ কমিটি সর্বসম্মতিক্রমে গঠনের পাশাপাশি মোজাম্মেল হক খোসালের নিজ ব্যবসা প্রতিষ্ঠানের একটি কক্ষ নিখরচায় সমিতির অফিসকক্ষ হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে ইলিয়াস হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানেরও একটি কক্ষ সমিতির অফিস কক্ষ হিসেবে সমিতি নিখরচয়া ব্যবহার করবে। এসব কক্ষ প্রতিষ্ঠানের মালিকের তরফে প্রদানের প্রেক্ষিতেই সমিতি আজীবন গ্রহণ করবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়। একই সাথে সমিতির সদস্যরা তাৎক্ষণিক ৩০ হাজার টাকা প্রদান করেন। যা দিয়ে তহবিল গঠনসহ প্রাথমিক ব্যায় করা হয়।