জীবননগর ব্যুরো: জীবননগরে নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে উপজেলা নির্বাহী অফিসারের ভিডিও কনফারেন্স হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা।
কর্মশালায় নারীর ক্ষমতায়ন ও জীবনমান উন্নয়ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আনোয়ার হোসেন, উপজেলা সমবায় অফিসার মোতাহার হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মেহেদী হাসান ও উপজেলা সমাজসেবা অফিসার আফাজ উদ্দিন। কর্মশালায় উপজেলার বিভিন্ন গ্রামের নারী সদস্যগণ অংশগ্রহণ করেন।