আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার গাংনী ইউনিয়নের ফুলবগাদীতে সরকারি খাল থেকে অবৈধভাবে মাটি খনন করে বিক্রির অভিযোগ উঠেছে। মাথাভাঙ্গা নদীর শাখা ফুলবাগাদী-রামনগরের মাঝ দিয়ে বয়ে গিয়েছে যেটা খাল নামে পরিচিত। এ খাল থেকে গত ৭ দিন ধরে ফুলবগাদী গ্রামের স্কুলপাড়ার সিরাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন (৩২) ৫ জন দিন মুজুর নিয়ে সরকারি খাল থেকে মাটি কেটে পাওয়ারটিলার ট্রলি করে প্রতি ট্রলি মাটির মূল্য ৩০০ টাকা হারে বিক্রয় করছে। এলাকাবাসী জানিয়েছে দেলোয়ার গতবছরেও মাটি বিক্রয় করে ছিলো এবার ৭দিন ধরে বিক্রয় করছে আমরা জানি। তবে খালের পাশ দিয়ে যে মাঠের ফসল তোলা ও চলাচল করা পথ ছিলো সেটা এবার কেটে বিক্রয় শুরু করেছে। ওই পথ দিয়ে এবার আর কোনো গাড়ি যোগে মাঠের ফসল তোলা সম্ভাব হবে না। ওই রাস্তা দিয়ে পুনরায় যেন আগের মতো স্বাভাবিক চলাচল করা যায় এ জন্য উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের আশু হস্তক্ষেপ কামনা করেছে গ্রামবাসী।