দামুড়হুদার চারুলিয়ায় দিনেদুপুরে পুলিশ পরিচয়ে ছিনতাই

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার চারুলিয়ার দোহা সড়কে পুলিশ পরিচয়ে মোবাইলফোন ও সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে গিয়েছে। গতপরশু রোববার দুপুর ১টায় দামুড়হুদা উপজেলার নাটুদাহ ইউনিয়নের চারুলিয়া গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মহাসিন আলী এ ছিনতাইয়ের অভিযোগ তোলে।
মহাসিন আলী জানায়, দোহাপাড়া সড়কে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলে থাকা শাদা পোশাকে দুজন ব্যক্তি নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে একটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। অপরদিকে একইদিনে চারুলিয়া গ্রামের ফড়িং শেখের স্কুলপড়ুয়া মেয়ে আমেনা খাতুনের (১০) গলায় থাকা আধাভরি ওজনের সোনার চেন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
এলাকাবাসীর অভিযোগ, পুলিশ পরিচয় দিয়ে উঠতি বয়সী যুবকদের ভয়ভীতি দেখিয়ে এসব ছিনতাই করে নিয়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক বিরাজ করছে গ্রামবাসীর মধ্যে। এ বিষয়ে চারুলিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এএসআই সাইদুর রহমান জানান, ছিনতাইয়ের বিষয়ে আমাকে কেউ জানায়নি।

Leave a comment