স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কৃষকলীগ চুয়াডাঙ্গা সদর থানা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত শুক্রবার এ উপলক্ষে শ্রীমান্ত টাউনহলে আলোচনাসভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে আব্দুল মতিন দুদুকে আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কৃষকলীগের দফতর সম্পাদক রাকিব আহমেদ জনি এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, দীর্ঘ দেড় যুব পরে চুয়াডাঙ্গা সদর থানা কৃষকলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সদর থানা কৃষকলীগের আহ্বায়ক আব্দুল মতিন দুদু। জেলা কৃষকলীগের সভাপতি মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার ও সাধারণ সম্পাদক চিৎলা ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান কবির ১ ডিসেম্বর স্বাক্ষরিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি আলী আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সভাপতি এম আজিজুল হক, দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের যুগ্মসম্পাদক মো. জাকির হোসেন জ্যাকিসহ মহিলা বিষয়ক সম্পাদক সোনিয়া খাতুন, জেলা যুবলীগের সাবেক সদস্য হযরত আলী, জেলা কৃষকলীগের সহসভাপতি তৌহিদুর রহমান চন্দন, আক্তার হোসেন, যুগ্মসাধারণ সম্পাদক সুলতান মাহবুদ দিপন, সাংগঠনিক সম্পাদক নেফিউর রহমান ডেভিড, সহপ্রচার সম্পাদক জাকারিয়া হোসেন, ত্রাণবিষয়ক সম্পাদক কালাম এহসান রুমি জোয়ার্দ্দার, আলমডাঙ্গা উপজেলা কৃষক লীগের দফতর সম্পাদক সাহাবুল হক, ভূমি বিষয়ক সম্পাদক মশিউর রহমান ডাবলু, সদর থানা কৃষকলীগের সাজ্জাদুর রহমান ঝান্টু, আবু সাঈদ, এমদাদুল হক বাবু, মানজেদ আলী, ওয়াসিম, তুহিন ইসলাম রানা, আতিকুর রহমান রাব্বি, দেলোয়ার হোসেন দয়াল, রাকু, আব্দুল হাই প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মাছুদুর রশিদ মাসুম।