আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে আলমডাঙ্গার ব্যারিস্টার বাদল রশীদ স্মৃতি সংঘের জয়লাভ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচে আলমডাঙ্গার ব্যারিস্টার বাদল রশীদ স্মৃতি সংঘ টাইব্রেকারে ৪-২ গোলে দামুড়হুদার ভগিরথপুর চক্রবাক সংঘকে পরাজিত করেছে। গতকাল সোমবার বিকেলে চুয়াডাঙ্গা টাউনমাঠে অনুষ্ঠিত টুর্নামেন্টের ৫ম ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে সমতা থাকে। নির্ধারিত সময়ে উভয় দলই গোলের সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেনি। ফলে শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ব্যারিস্টার বাদল রশীদ স্মৃতি সংঘ ৪-২ গোলে ভগিরথপুর চক্রবাক সংঘকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ নির্বাচন কমিটির দায়িত্বে ছিলেন কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, রেজাউল হক জোয়ার্দ্দার রেজা ও সাইদুর রহমান মালিক।
খেলা শেষে অংশগ্রহণকারী দুটি দল ক্রেস্ট ও ১টি করে ফুটবল দেয়া হয়। এছাড়া ম্যান অব দ্য ম্যাচ শান্তর হাতে পুরস্কার তুলে দেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য শহিদুল কদর জোয়ার্দ্দার, হাফিজুর রহমান হাপু, ডিএফএ সদস্য হামিদুর রহমান সন্টু, মরহুম আলফাজ উদ্দিন জোয়ার্দ্দারের ছেলে জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার, হাফিজুর রহমান লিটন, জহুরুল ইসলাম বেলু প্রমুখ।
ম্যাচটি পরিচালনা করেন এমএ সবুর, রেজাউল হক রিজু, লিটা হক ও রবিউল ইসলাম রবি। আজ একই মাঠে দর্শনা সবুজ সংঘের বিপক্ষে মুখোমুখি হবে আলমডাঙ্গা ফুটবল একাডেমি।