মাথাভাঙ্গা মনিটর: সামনে থেকে নেতৃত্ব দেয়া দিনেশ চান্দিমাল দারুণ এক সেঞ্চুরি করে অপরাজিত। লড়িয়ে সেঞ্চুরিতে সঙ্গ দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। দুই জনের বড় জুটিতে দিল্লি টেস্টে ফলো-অন এড়িয়েছে শ্রীলঙ্কা। তবে শেষ বেলায় দ্রুত উইকেট তুলে নিয়ে বড় লিডের আশা জাগিয়েছে ভারত। ফিরোজ শাহ কোটলায় গতকাল সোমবার তৃতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ৯ উইকেটে ৩৫৬ রানে। অতিথিরা এখনও পিছিয়ে ১৮০ রানে। রেকর্ড গড়া দশম সেঞ্চুরি পাওয়া চান্দিমাল খেলছেন ১৪৭ রানে। অধিনায়কের ৩৪১ বলের ইনিংসে ১৮টি চারের পাশে ছক্কা একটি। লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে কম ৮০ ইনিংসে ১০ টেস্ট সেঞ্চুরির কীর্তি গড়েছেন চান্দিমাল। দলের বর্তমান ব্যাটিং কোচ থিলান সামারাবিরা ৮৪ ইনিংসে ১০ সেঞ্চুরি করে আগের রেকর্ড গড়েছিলেন।
অধিনায়কের প্রাপ্তির দিনে ভাগ্যকে পাশে পাওয়া ম্যাথিউস পেয়েছেন অষ্টম শতক। ৬, ৯৮ ও ১০৪ রানে জীবন পাওয়া অলরাউন্ডার শেষ পর্যন্ত ফিরেছেন ১১১ রানে। ১৪টি চারের সঙ্গে আছে দুটি চার। ৩ উইকেটে ১৩১ রান নিয়ে সোমবারের খেলা শুরু করা শ্রীলঙ্কা নিরাপদে কাটিয়ে দেয় দিনের প্রথম সেশন। মোহাম্মদ শামি দারুণ বোলিংয়ে এই সময়ে পরীক্ষা নিয়েছেন দুই ব্যাটসম্যানের। ডানহাতি পেসার আক্রমণ থেকে সরে যাওয়ার পর ধীরে ধীরে শট খেলতে শুরু করেন চান্দিমাল-ম্যাথিউস।
দ্বিতীয় সেশনটাও উইকেটশূন্য কাটতে যাচ্ছিলো। অতিথিদের ৭৯.১ ওভার স্থায়ী জুটি ভেঙে দলকে দিনের প্রথম সাফল্য এনে দেন রবিচন্দ্রন অশ্বিন। অফ স্পিনারের রাউন্ড দা উইকেট ডেলিভারিতে ঋদ্ধিমানের গ্লাভসে ধরা পড়েন ম্যাথিউস। প্রথম দিন শর্ট লেগে ফিল্ডিংয়ের সময় হেলমেটে আঘাত পাওয়া টপ অর্ডার ব্যাটসম্যান সাদিরা সামারাবিক্রমা নামেন ছয় নম্বরে। তার সঙ্গে চান্দিমালের ৬১ রানের জুটিতে তিনশ ছাড়ায় শ্রীলঙ্কার সংগ্রহ। ৭টি চারে ৩৩ রান করে সামারাবিক্রমার বিদায় দিয়ে ধস নামে অতিথিদের ইনিংসে। মাত্র ২৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বিপদে পড়ে শ্রীলঙ্কা। রানের খাতা খোলার আগেই রোশান সিলভা, নিরোশান ডিকভেলাকে ফিরিয়ে দেন অশ্বিন। সুরঙ্গা লাকমলের উইকেট তুলে নেন শামি। লাহিরু গামাগেকে ফিরিয়ে তৃতীয় দিনেই অতিথিদের গুটিয়ে দেওয়ার আশা জাগান রবীন্দ্র জাদেজা। তবে ১১ নম্বর ব্যাটসম্যান লাকশান সান্দাকানকে নিয়ে দিনের বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন চান্দিমাল। ব্যবধান আরও কমাতে তার দিকেই তাকিয়ে শ্রীলঙ্কা। ৯০ রানে ৩ উইকেট নিয়ে ভারতের সেরা বোলার অশ্বিন। দুটি করে উইকেট নেন শামি, জাদেজা ও ইশান্ত।