মাথাভাঙ্গা মনিটর: ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৬৭ রানে হেরেছে সফরকারী ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচের চতুর্থ দিনেই গতকাল সোমবার দ্বিতীয় ইনিংসে ৩১৯ রানে থামে ক্যারিবীয়রা। ফলে এই বড় জয়ের দেখা পায় নিউজিল্যান্ড। এর ফলে দুই ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা।
ওয়েস্ট ইন্ডিজ প্রথম ইনিংসে মাত্র ১৩৪ রান করে। জবাবে ৯ উইকেটে ৫২০ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে রোববার তৃতীয় দিনশেষে দুই উইকেটে ২১৪ রান তুলে ক্যারিবীয়রা। সেখান থেকে যাত্রা শুরু করে চতুর্থ দিনে বাকি আট উইকেটে মাত্র ১০৫ রান যোগ করতে পারে জেসন হোল্ডারের দল। তাই ইনিংস হার আর এড়াতে পারেনি দলটি।
দ্বিতীয় ইনিংসে ক্যারিবীয়দের পক্ষে সর্বোচ্চ ৯১ রান করেন ওপেনার ক্রেইগ ব্রাফেট। এছাড়া শিমরন হেটমায়ার ৬৬, কাইরন পুয়েল ৪০ ও সাই হোপ ৩৭ রানে আউট হন। কিউই বোলারদের মধ্যে সর্বোচ্চ তিনটি উইকেট পান ম্যাট হেনরি। দুটি করে উইকেট তুলে নেন ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম ও নেইল ওয়াগনার।