বিদেশি টুকরো

হুথিদের হামলায় ইয়েমেনের সাবেক প্রেসিডেন্ট সালেহ নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনে হুথি বিদ্রোহীদের হামলায় দেশটির সাবেক প্রেসিডেন্ট আলী আব্দুল্লাহ সালেহ নিহত হয়েছেন। হুথিদের নিয়ন্ত্রণে থাকা একটি রেডিও ঘোষণার বরাতে কাতারের আল জাজিরা ও ইরানি সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে। রেডিওতে দাবি করা হয়েছে, গত সোমবার রাজধানী সানায় অবস্থিত সালেহের বাসায় বোমা হামলা চালালে তিনি নিহত হন। তবে সাবেক প্রেসিডেন্টের রাজনৈতিক দল জেনারেল পিপলস কংগ্রেসের (জেপিসি) পক্ষ থেকে এ দাবি নাকচ করা হয়েছে। দলটির একজন মুখপাত্র আল জাজিরাকে বলেন, সালেহের মৃত্যুর খবর সত্য নয়। এটি ইরানি ও হুথিদের বানোয়াট কথা। ইরানের হুথিরা যখন হামলা চালায় তখন সালেহ বাড়িতেই ছিলেন। হামলায় তিনি নিহত হয়েছেন। একসময় হুথি বিদ্রোহীদের মিত্র ছিলেন ইয়েমেনের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ।

আল্লাহ বলায় শিশুকে পুলিশে দিল শিক্ষক

মাথাভাঙ্গা মনিটর: শিশু মুহম্মদ সুলাইমান। আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের পার্লসল্যান্ড শহরের ছয় বছরের এই শিশু শ্রেণিকক্ষে ‘আল্লাহ’ শব্দ উচ্চারণ করেছিলো। এর জের ধরে সুলাইমানকে পুলিশের হাতে তুলে দেন স্কুলের শিক্ষক। এমনকি জঙ্গিবাদের অভিযোগ এনে শিশুটি ও তার পরিবারের বিরুদ্ধে তদন্তও করছে পুলিশ।

পুলিশসূত্রে জানা যায়, পার্লসল্যান্ডের সিজে হ্যারিস এলিমেন্টারি স্কুলের শ্রেণিকক্ষে বসে বারবার ‘আল্লাহ’ ও ‘বুম’ শব্দটি উচ্চারণ করছিলো সুলাইমান। বিষয়টি লক্ষ্য করে এক  শিক্ষক পুলিশকে জানান। তবে এ ঘটনায় একেবারেই বিব্রত হয়েছেন সুলাইমানের মা-বাবা। তাদের দাবি, সুলাইমানের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর একটিও সত্যি নয়। কারণ সে ‘ডনস সিনড্রোম’ নামে এক ধরনের মানসিক জটিলতায় ভুগছে। তার মানসিক অবস্থা এক বছর বয়সী শিশুর মতো। ফলে সে কথাই বলতে পারে না।

সিরিয়ার বিদ্রোহী এলাকায় বিমান হামলা : নিহত ২৭

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার রাজধানী দামেস্কের কাছে বিদ্রোহীদের অধিকৃত একটি এলাকায় বিমান হামলায় অন্তত ২৭ জন বেসামরিক লোক নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দা, ত্রাণকর্মী ও একটি পর্যবেক্ষক গোষ্ঠী। এসব হামলায় আরো বহু লোক আহত হয়েছে বলে গতকাল সোমবার জানিয়েছে পক্ষগুলো, হামলাকারী বিমানগুলো সিরীয় বিমান বাহিনী ও রাশিয়ার বলে মনে করছেন তারা। বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার বেসামরিক প্রতিরক্ষাকর্মীরা জানিয়েছেন, হামোরিয়া শহরের একটি বাজার ও নিকটবর্তী আবাসিক এলাকায় চালানো বিমান হামলায় অন্তত ১৭ বেসামরিক নিহত হয়েছেন। এর পূর্ববর্তী ২৪ ঘণ্টায় দামেস্কের পূর্বদিকের পূর্ব গৌতা নামে পরিচিত ঘনবসতিপূর্ণ এলাকার কয়েকটি শহরে আরও প্রায় ৩০ বার বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ওই কর্মীরা।

বলিউডের প্রবীণ অভিনেতা শশী কাপুর আর নেই

মাথাভাঙ্গা মনিটর: বলিউডের প্রবীণ অভিনেতা শশী কাপুর মারা গেছেন। তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মৃত্যুকালে বয়স হয়েছিলো ৭৯। গত রোববার রাতে আন্ধেরির কোকিলাবেন আম্বানি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বুকে সংক্রমণের কারণেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সোমবার সেখানেই তিনি মারা যান। গত কয়েক বছর ধরেই অসুস্থ ছিলেন শশী কাপুর। তার বাইপাস সার্জারিও হয়েছিলো। ২০১৪-য় বুকে সংক্রমণের জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছিলো তাকে। শশী কাপুরের তিন সন্তান রয়েছেন। তারা হলেন, কুনাল, সঞ্জনা ও করণ কাপুর।  তিনবারের জাতীয় পুরস্কার জয়ী এই জনপ্রিয় অভিনেতা ১৬০রও বেশি সিনেমায় অভিনয় করেছেন। ২০১১-য় পদ্মভূষণ এবং ২০১৫-তে দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হয় তাকে। ‘দিওয়া’,  ‘সত্যম শিবম সুন্দরম’,  ‘কভি কভি’, ‘শর্মিলী’, ‘জুনুন’, ‘সুহাগ’, ‘হসিনা মান জায়েগি’, ‘চোর মচায়ে শোর’র মতো অসংখ্য জনপ্রিয় সিনেমায় তার অভিনয় দর্শকদের মুগ্ধ করে রেখেছে। গত দুই দশক ধরেই প্রচারের আড়ালে ছিলেন তিনি। হিন্দি সিনেমার কিংবদন্তী অভিনেতা পৃথ্বীরাজ কাপুরের ছেলে এবং রাজ কাপুর ও শাম্মী কাপুরের ভাই শশী ১৯৬১-তে ‘ধর্মপুত্র’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন।