ভ্রাম্যমাণ প্রতিনিধি: আলমডাঙ্গায় বেকারি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও মারপিট করে অর্থ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে আলমডাঙ্গা বেকারি মালিক সমিতি। গতকাল রোববার বিকেলে আলমডাঙ্গার আনন্দধামে মুসলিম বেকারিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বেকারি মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন লিখিত আকারে বক্তব্য পাঠ করেন। তিনি তার বক্তব্যে বলেন, গত ২ নভেম্বর শনিবার সন্ধ্যা ৬টার দিকে আলমডাঙ্গা শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মৃত নিরঞ্জন সরকারের ছেলে নয়ন সরকার অজ্ঞাত ৫-৬ জন সহযোগীসহ মুসলিম বেকারিতে অতর্কিত হামলা চালায়। তারা এ সময় ভাঙচুর ও বেকারি মালিক আবুল কাশেম বাবুল, বেকারি শ্রমিক বিপুল ও প্রতিবেশী লিটনকে মারপিট করে ক্যাশ বাক্স থেকে নগদ ৮০ হাজার টাকা লুট করে নেয়। বেকারি মালিকের চিৎকারে তার শ্রমিক ও এলাকাবাসী ছুটে এলে হামলাকারীরা বেকারি মালিককে হত্যার হুমকি দিয়ে মোটরসাইকেলযোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বেকারি মালিক আবুল কাশেম বাবুল ওইদিনই রাতে আলমডাঙ্গা থানায় অভিযুক্ত হামলাকারী নয়ন ও অজ্ঞাত সহযোগীদের নামে অভিযোগ দায়ের করেন। বর্তমানে বেকারি মালিক আবুল কাশেম বাবুল তার ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানানো হয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে বেকারি মালিক সমিতি এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানায়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি রিয়াজ হোসেন, মডার্ন বেকারি মালিক ফিরোজ রহমান মিলন, বেকারি সমিতির সাধারণ সম্পাদক মিনাল হোসেন, ফয়সাল বেকারির মহসীন আলী হোসেন, মনি ফুডের মনিরুজ্জামান মনি, আরজু ফুডের আলিম হোসেন, খন্দকার বেকারির খন্দকার তৌহিদুল ইসলামসহ বিভিন্ন পত্রিকায় কর্মরত সাংবাদিকবৃন্দ। বণিক সমিতির সভাপতি মকবুল হোসেন সাংবাদিকদের উদ্দেশে বলেন, আলমডাঙ্গায় শান্তিপূর্ণভাবে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের ওপর কোনো সন্ত্রাসী হামলা হলে বণিক সমিতি ব্যবসায়ী সমাজকে সাথে নিয়ে ব্যবস্থা গ্রহণ করবে। ব্যবসায়ীদের ওপর হামলা সহ্য করবে না বণিক সমিতি।