স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ৪র্থ ম্যাচে আটকবর স্মৃতি সংঘ টাইব্রেকারে ৪-২ গোলে ফিউচার ফুটবল একাডেমিকে পরাজিত করেছে। গতকাল রোববার বিকেলে চুয়াডাঙ্গা টাউনমাঠে অনুষ্ঠিত খেলাটি ১-১ গোলে ড্র হয়। ফিউচার ফুটবল একাডেমির তরুণ খেলোয়াড়রা দারুণ খেলে একাধিকবার গোলের সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেনি। তাদের আক্রমণের ৪টি নিশ্চিত গোল গোলবারে লেগে ফিরে আসে। ফলে শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে আটকবর স্মৃতি সংঘ ৪-২ গোলে ফিউচার ফুটবল একাডেমিকে পরাজিত করে। চমৎকারভাবে ২টি গোল সেভ করায় খেলা শেষে বিজয়ী দলের গোলরক্ষক জাহিদের হাতেই ওঠে ম্যাচ সেরার পুরস্কার। খেলায় জয়লাভ করে দ্বিতীয় রাউন্ডে উন্নীত হওয়ায় আটকবর টিমের মালিক জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও ম্যানেজার শাহাবুল সকল খেলোয়াড়-কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন।
এদিকে গত পরশু শনিবার তৃতীয় ম্যাচে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর শহীদ রবিউল মিলনায়তনকে ৪-০ গোলে পরাজিত করে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব জয়লাভ করেছে। খেলায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের হাসিব হ্যাটট্রিক করে চমক সৃষ্টি করে। বিজয়ী দলের পক্ষে অপর ১টি গোল করেন সবুজ। শহীদ রবিউল ইসলাম মিলনায়তনের তরুণ খেলোয়াড়রা প্রথমার্ধে চমৎকার খেলে গোলশূন্য রাখতে সক্ষম হলেও দ্বিতীয়ার্ধে দামুড়হুদার আক্রমণে দিশেহারা হয়ে পড়ে। খেলার ৬৫,৭০,৭৫ ও ৭৭ মিনিটে দামুড়হুদা স্পোর্টিং ক্লাব গোল করে শহীদ রবিউল মিলনায়তন শিবিরে আতঙ্ক ছড়িয়ে দেয়। ফলে নির্ধারিত সময়ের খেলা শেষে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দামুড়হুদা। খেলায় জয়লাভ করায় দামুড়হুদা স্পোর্টিং ক্লাবের ম্যানেজার শহিদ আজম সদু ও সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল সকল খেলোয়াড়দের ধন্যবাদ জানান।
গতকাল খেলার মাঠে খেলা দেখার জন্য উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক ও সাবেক জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি এ নাসির জোয়ার্দ্দার, নির্বাহী সদস্য সাইদুর রহমান মালিক, ওবাইদুল হক জোয়ার্দ্দার, সালাউদ্দীন মো. মর্তূজা, চুয়াডাঙ্গা ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতি ফুটবলার মাহমুদুল হক লিটন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ নাসির আহাদ জোয়ার্দ্দার, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক, সাবেক ফুটবলার রেজাউল হক জোয়ার্দ্দার রেজাসহ জেলা ক্রীড়া সংস্থা ও ডিএফএ’র নির্বাহী সদস্যগণ। খেলা শেষে উভয় দলকে মন্ডল স্পোর্টস ও রয়েল ট্রান্সপোর্ট অ্যান্ড কুরিয়ার সার্ভিসের সৌজন্যে একটি করে ফুটবল ও ক্রেস্ট পুরস্কার দেয়া হয়। এ ছাড়া মিনিস্টার মাইওয়ান ফ্রিজের সৌজন্যে বিজয়ী দলের হাসিবকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র জাতীয় ক্রীড়া সংগঠক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, মরহুম আলফাজ উদ্দীন জোয়ার্দ্দারের ছেলে হাফিজুর রহমান লিটন, জহুরুল ইসলাম বেলু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য সাইদুর রহমান মালিক, মেহেরুল্লাহ মিলু, ডিএফএ সদস্য হামিদুর রহমান সন্টু, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুর রশীদ প্রমুখ। আজ একই মাঠে দুপুর আড়াইটায় মুখোমুখি হবে আলমডাঙ্গা ব্যারিস্টার বাদল রশীদ স্মৃতি সংঘ ও ভগিরথপুর চক্রবাক সংঘ।