চুয়াডাঙ্গায় আসন্ন যুব গেমস প্রতিযোগিতা উপলক্ষে প্রস্তুতিসভায় জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ
স্টাফ রিপোর্টার: তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান তরুণ-তরুণী খেলোয়াড় খুঁজে বের করতে দেশব্যাপী যুব গেমসের আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)। এ গেমসের মাধ্যমে কৃতি খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে অংশগ্রহণ ও সম্পৃক্ততার সুযোগ তৈরি হবে।
গতকাল রোববার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত যুব গেমসের প্রস্তুতিমূলক সভায় এ তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খোন্দকার ফরহাদ আহমদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার, ডিএফএ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, আদর্শ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এসএম ই¯্রাফিল, বিআরডিবি’র উপপরিচালক তাপসী রানী সাহা, শুভ সকাল স্পোর্টিং ক্লাবের সভাপতি মাহবুল ইসলাম সেলিম, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান নাবিলা রুখসনা ছন্দা প্রমুখ। সভায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের প্রেরিত সাধারণ নির্দেশিকা পাঠ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
সভায় আরও জানানো হয়, গেমসটি জেলা ও বিভাগীয় পর্যায়ে স্ব স্ব ক্রীড়া সংস্থার সার্বিক তত্ত্বাবধায়নে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের কো-কমিটির পরিচালনায় অনুষ্ঠিত হবে। গেমসটি আয়োজন করার জন্য কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে জেলা পর্যন্ত শক্তিশালী সাংগঠনিক কমিটি গঠন করা হয়েছে। এ গেমসের লক্ষ্য ও উদ্দেশ্য হলো- দেশব্যাপী উদীয়মান তরুণ-তরুণীদের খেলাধুলায় অধিক অংশগ্রহণ করার জন্য উৎসাহিত করা, বিভিন্ন ডিসিপ্লিনের সম্ভাবনাময় ও প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করা ও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় আরও প্রতিভাবান খেলোয়াড়দের অংশগ্রহণ এবং আন্তর্জাতিক পরিম-লে দেশের অবস্থানকে সমুন্নত করা। চুয়াডাঙ্গা জেলা পর্যায়ে আগামী ১৮ থেকে ২৪ ডিসেম্বর যুব গেমস প্রতিযোগিতার আয়োজন করা হবে।
সভায় জেলা প্রশাসক বলেন, প্রাথমিকভাবে ১০টি খেলা বাছাই করা হয়েছে। উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়নদের জেলায় প্রতিযোগিতার সুযোগ এবং চূড়ান্ত বাছাই করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নিতে পাঠানো হবে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের এ উদ্যোগের ফলে তৃণমূল পর্যায়ের খেলোয়াড়দের প্রতিভা প্রকাশের সুযোগ রয়েছে। আর খেলাধুলাই পারে সুস্থ ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে।