দামুড়হুদায় পুলিশের মাদকবিরোধী অভিযান : গাঁজা ও ফেনসিডিল উদ্ধার
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা থানা পুলিশ মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২ মাদকসেবীসহ মোট ৬ জনকে আটক করেছে। আটককৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে গাঁজা ও ফেনসিডিল। গত বৃহস্পতিবার তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন-চুয়াডাঙ্গা জেলা শহরের পলাশপাড়ার আবু হোসেন জিন্নার ছেলে ও জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ (৩৩), গুলশানপাড়ার আবু জাফর মন্টুর ছেলে তৌহিদুজ্জামান (৩০), পুরাতন হাসপাতালপাড়ার সামছদ্দীনের ছেলে শরীফুল ইসলাম (৪০), বেলগাছি ঈদগাপাড়ার মৃত্যু খোদা বক্সের ছেলে ওহিদুল ইসলাম (৩০), আকন্দবাড়িয়ার আব্দুর রহমানের ছেলে জনি (২৮), এবং দামুড়হুদা উপজেলার মদনা গ্রামের শরিফুল ইসলামের ছেলে মেজবা (১৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হকের নেতৃত্বে সেকেন্ড অফিসার এসআই আব্দুল বাকী, এসআই তপন কুমার নন্দী, এএসআই মহিউদ্দীন, এএসআই এজাজ সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করেন। সন্ধ্যা ৭টার দিকে দর্শনা রেলগেট থেকে জেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক মঞ্জুরুল জাহিদ এবং গুলশানপাড়ার আবু জাফর মন্টুর ছেলে তৌহিদুজ্জামানকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করেন। এ ছাড়া রাত ১০টার দিকে বাসস্ট্যান্ডস্থ যাত্রী ছাউনির সামনে থেকে জনি ও মেজবাকে ৭ বোতল ফেনসিডিলসহ এবং ওহিদুল ও শরিফুলকে মদ্যপ অবস্থায় একই এলাকা থেকে আটক করা হয়। আটক ৬ জনের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের শেষে গতকাল শুক্রবার দুপুরে আদালতে সোর্পদ করেছে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ওসি (তদন্ত) জিএম এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।