ঝিনাইদহ বার সমিতির নির্বাচনে আওয়ামী লীগ প্যানেলের সংখ্যাগরিষ্ঠতা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ জেলা বার সমিতির নির্বাচনে নির্বাহী পরিষদের ১৯টি পদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল সাধারণ সম্পাদকসহ ১১টি পদে এবং বিএনপি সমর্থিত প্যানেল সভাপতিসহ ৮টি পদে জয়ী হয়েছে। বৃহস্পতিবার বার ভবনে নির্বাচন শেষে রাতে নির্বাচন কমিশনার অ্যাড. আজিজুর রহমান ফলাফল ঘোষণা করেন।

নির্বাচিতরা হচ্ছেন সভাপতি এস এম মশিউর রহমান, সহ সভাপতি মো. আব্দুল জলিল, সাধারণ সম্পাদক শেখ আব্দুল্লাহ, সহ-সম্পাদক মো. আতিয়ার রহমান, হিসাব নিরীক্ষক মো. আব্বাস উদ্দিন, সাহিত্য ও গ্রন্থাগার সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, ক্রীড়া ও প্রমোদ সম্পাদক মো. কামরুল আবেদীন শাহিন, ধর্মীয় ও আপ্যায়ন সম্পাদক মো. আমিনুর ইসলাম এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক স্বপন মিত্র। সদস্য নির্বাচিত হয়েছেন, আলহাজ মো. ওসমান গনি, মো. কাজী আলাউল হক, মো. মঞ্জুরুল ইসলাম, মো. মোমিন উদ্দিন, মীর আক্কাস আলি, মো. টিপু সুলতান, শারমিন সুলতানা (শ্যামলী), মো. মোজাফ্ফর হাসান (জাহিদ), আফরোজা সুলতানা (মায়া) ও মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ)।

Leave a comment