হাটবোয়ালিয়ার শিক্ষক মনোয়ারুল হুদার আত্মার মাগফেরাত কামনায় দোয়া

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের জননন্দিত শিক্ষক মনোয়ারুল হুদার আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আসর মরহুমের হাতে গড়া হাটবোয়ালিয়া হাফিজিয়া মাদরাসায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। ওই দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউপির চেয়ারম্যান কাউসার আহমেদ বাবলু, সাবেক ইউপি চেয়ারম্যান সানোয়ার হোসেন লাড্ডু, হাটবোয়ালিয়া স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, হাটবোয়ালিয়া জামে মসজিদের খতিব মাওলানা লোকমান হুসাইন, হাফিজ সোহেল রহমান, হাটবোয়ালিয়া জামে মসজিদের সভাপতি নূর মোহাম্মদ, মরহুমের জামাই কুষ্টিয়া সরকারি কলেজের প্রাক্তন শিক্ষক প্রফেসর আক্তার হোসেন, কালিকাদহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ভাংবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ, আবুল বাশার, মরহুমের বড় ছেলে মঞ্জুরুল হুদা, মেজো ছেলে রফিকুল হুদা, ছোট ছেলে শরিফুল হুদা প্রমুখ।

Leave a comment