পাকিস্তানে বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী হামলা : নিহত ১৫
মাথাভাঙ্গা মনিটর: পাকিস্তানের পেশোয়ারে কৃষি বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানের গোলাগুলিতে চার অস্ত্রধারীসহ প্রাণ হারিয়েছেন অন্তত ১৫ জন। এ সংঘাতে আহত হয়েছেন কমপক্ষে ৩৫ জন। পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার সকালে পেশোয়ারের কৃষি গবেষণা ইনস্টিটিউট সংলগ্ন একটি হোস্টেলে ঢুকে পড়েন ‘তেহরিক-ই- তালেবান পাকিস্তানের’ সদস্যরা। সন্ত্রাসীদের হামলায় ১১ ছাত্র নিহত হন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী পাল্টা হামলা চালায়। নিরাপত্তা বাহিনীর হামলায় ৪ অস্ত্রধরী নিহত হয়।
পুলিশের বিবৃতিতে বলা হয়, স্থানীয় সময় সকালে বোরকার আড়ালে ছদ্মবেশে ইনস্টিটিউটে প্রবেশ করে বন্দুকধারীরা। তাদের উপস্থিতি টের পেয়ে বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। এ সময় পুলিশ ও সেনাসদস্যদের সঙ্গে বেশ কয়েক দফা গুলিবিনিময় হয় অস্ত্রধারীদের। বোমা বিস্ফোরণের প্রচণ্ড শব্দও শোনা গেছে। হামলাকারীদের গুলিতে ঘটনাস্থলেই প্রাণ হারান ৫ ছাত্র। ১২ রবিউল আউয়ালের ছুটির কারণে কৃষি বিশ্ববিদ্যালয়টি বন্ধ থাকায় প্রাণহানির পরিমাণ কম হয়েছে বলে জানিয়েছেন পেশোয়ার পুলিশপ্রধান তাহির খান। এরই মধ্যে হামলার দায় স্বীকার করে নিয়েছে তেহরিক-ই-তালেবান।
ঘুর্ণিঝড়ে ভারত ও শ্রীলঙ্কায় ১৬ জন নিহত, নিখোঁজ শতাধিক
মাথাভাঙ্গা মনিটর: ভারত ও শ্রীলঙ্কায় এক শক্তিশালী ঘুর্ণিঝড়ে অন্তত ১৬ জন নিহত ও আরও শতাধিক ব্যক্তি নিখোঁজ রয়েছেন। এর মধ্যে ভারতে ৯ জন ও শ্রীলঙ্কায় ৭ জন মারা গেছেন। ভারতের একজন কর্মকর্তা জানান, বহিঃসমুদ্রে দেশটির অন্তত শতাধিক নাবিক নিখোঁজ রয়েছেন। তাদের নিরাপদে উপকূলে ফেরা নিযে সংশয় দেখা দিয়েছে। শ্রীলঙ্কায় ও ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু ও কেরালা উপকূলে ১৩০ কিলোমিটার বেগে ঝড় আঘাত হানে। প্রচণ্ড ঝড়ো হাওয়ায় হাজার হাজার গাছপালা উপড়ে যায়, বিদ্যুতের লাইন ভেঙে পড়ে এবং সমুদ্র তীরবর্তী এলাকার বিভিন্ন স্থাপনার অনেক ক্ষতি হয়। ঝড়ের কারণে চেন্নাইয়ের স্কুলগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ ঘটনায় কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা ও ত্রাণ বিতরণ ব্যবস্থার ওপর জোর দিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ দুই রাজ্যের সাতটি জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে। উদ্ধারকর্মীরা ঘূর্ণিঝড়ে আক্রান্ত বিভিন্ন এলাকা থেকে ৮শ’র বেশি লোককে উদ্ধার করেছে।
চীনে অগ্নিকাণ্ডে ১০ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: চীনের উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। অগ্নিকাণ্ডে অপর ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, গতকাল ভোর রাত ৪টার দিকে হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা সকাল ৬টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। আগুনে ৩শ বর্গমিটার ক্ষতিগ্রস্ত হয়েছে।
আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে যে, বাসার ভেতরের সাজ সজ্জার সরঞ্জাম থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে।
১০ লাখ টাকায় ৪০ কেজির মাছ!
মাথাভাঙ্গা মনিটর: ৪০ কেজি ওজনের তেলিয়া ভোলা মাছ বিক্রি হলো ১০ লাখ টাকায়। গত বুধবার পশ্চিমবঙ্গের সমুদ্র উপকূল দীঘা মোহনার পাইকারি বাজারে এ বিশাল আকারের মাছটির নিলাম হয়। এদিন মাছটি দেখতে মৎস্যজীবী থেকে সাধারণ মানুষ উপচে পড়েন। গত বুধবার সকালে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলার মন্দারমনি উপকূল থানার কালিন্দীর বাসিন্দা জাকির হোসেনের জালে বিশালাকারের এ তেলিয়া ভোলা মাছটি ধরা পড়ে। মাছটি লম্বায় পাঁচ ফুট ও ওজন ৪০ কেজি। মাছটি ধরা পড়ার পর সেটি নিলামে ওঠানোর জন্য নিয়ে আসা হয় দীঘা মোহনা বাজারে। এর পর শুরু হয় ক্রেতাদের দরদাম। দুপুর পর্যন্ত চলে নিলাম।
১৯ হাজার রুপি থেকে দাম উঠতে উঠতে শেষ পর্যন্ত সেটি বিক্রি হয় সাত লাখ ৬০ হাজার রুপিতে (যা বাংলাদেশি ১০ লাখ টাকা)। মাছটি কেনেন ‘এমআরএফটি’ নামের একটি মৎস্য ব্যবসায়ী সংস্থার পক্ষে দেবাশীষ জানা।