ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় মৃত কুমার নদে পড়ে গিয়ে সৌরভ নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে শৈলকুপার ভা-ালীপাড়া এলাকায় কুমার নদে এ ঘটনা ঘটেছে। এদিকে খুলনা থেকে ডুবুরী দল এসে আজ শুক্রবার সকাল থেকে ওই ছাত্রের সন্ধ্যানে পানিতে নেমেছে দলটি। নিখোঁজ ছাত্র এবার জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। তার বাড়ি ভা-ালীপাড়া গ্রামে। স্থানীয়রা জানিয়েছে নৌকাতে ঘুরতে গিয়ে ¯্রােতহীন মৃত কুমার নদে কিভাবে নিখোঁজ হলো কিশোর সৌরভ সেটি এলাকাবাসীর কাছে বিষ্ময় লাগছে বলে জানা গেছে।