অসমাপ্ত কাজ শেষ করতে আরও একবার নৌকায় ভোটদিন
দামুড়হুদা/জুড়ানপুর প্রতিনিধি: বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে চলেছেন। তারই নেতৃত্বে এদেশ একটি মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। বিশ্বের দরবারে মাথাউচু করে দাঁড়িয়েছে। বিধবাভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীনভাতা, মুক্তিযোদ্ধাভাতা থেকে শুরু করে হতদরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তনে তিনি দিনরাত কাজ করে যাচ্ছেন। ক্ষুধা ও দরিদ্রমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন জাতির পিতা বঙ্গবন্ধু দেখেছিলেন সেই স্বপ্ন তারই সুযোগ্য কন্যা বাস্তাবায়ন করে চলেছেন। হাতে নেয়া হয়েছে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প। ওই সমস্ত অসমাপ্ত কাজ করতে আপনারা আরও একবার নৌকায় ভোট দিন। গতকাল বৃহস্পতিবার দুপুরে দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউনিয়নের জুড়ানপুর হইতে লক্ষীপুর পর্যন্ত রাস্তা নির্মাণ কাজের উদ্বোধনকালে চুয়াডাঙ্গা-২ আসনের উন্নয়নের রূপকার গণমানুষের নেতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এমপি আলী আজগার টগর প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। প্রায় ২ কোটি টাকা ব্যয়ে নির্মাণ কাজের উদ্বোধনকালে তিনি আরও বলেন পঁচাত্তরের ঘাতকেরা এখনও থেমে নেই। তারা ঘাপটি মেরে নানাভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। তাদেরকে প্রতিহত করতে দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, জেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মস¤পাদক ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাংগঠনিক স¤পাদক সিরাজুল ইসলাম, উপজেলা কৃষকলীগ সভাপতি রফিকুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, সাধারণ স¤পাদক আবু তালেব, আওয়ামী লীগ নেতা মোখলেছুর রহমান, মতিয়ার রহমান মতি, একরামুল হক, ইউপি সদস্য হামিদুল, তরিকুল ইসলাম, রাহিন ঊদ্দিন, জাকির হোসেন, জামান উদ্দিন, রেজাউল হক, সাইদুর রহমান, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম উদ্দিন খুশি, সাধারণ স¤পাদক আ করিম, সাংগঠনিক স¤পাদক মিলন হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, দর্শনা কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক অপু সরকার প্রমুখ।