আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী নাজিমকে আটক করেছে। গতকাল দুপুরে লাল ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলার বন্দরভিটা গ্রামের খবির উদ্দিনের ছেলে নাজমুল হাসান নাজিম (৩৮) কে আটক করে পুলিশ। ইতোপূর্বেও নাজিম ইয়াবাসহ র্যাবের হাতে ধরা পড়েছে। গতকাল বৃহস্পতিবার লাল ব্রিজ এলাকায় অবস্থানকালে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করেছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলার প্রস্তুতি চলছে। আজ শুক্রবার নাজিমকে জেলহাজতে প্রেরণ করা হতে পারে।