দর্শনা অফিস: দর্শনার সাবেক চেয়ারম্যান, আ.লীগ বর্ষিয়ান নেতা প্রয়াত শামসুল ইসলাম স্মৃতি পৌর প্রিমিয়ার লিগ ক্রিকেটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। টাইগার ক্লাবের আয়োজনে গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় কেরুজ বাজারমাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কেরুজ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এনায়েত হোসেন। উদ্বোধনকালে প্রকৌশলী এনায়েত হোসেন বলেন, আজকের প্রজন্ম আগামীদিনের ভবিষ্যত। সোনার বাংলাদেশ গড়তে হলে আজকের প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে সোনালি ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে হবে। বিভিন্ন প্রকার প্রতিযোগিতার মধ্যদিয়ে তাদের মধ্যে সৃষ্টি করতে হবে সাহস ও সহনশীলতা। খেলাধুলা একদিকে যেমন শারীরিক কসরতের মধ্যদিয়ে সুস্থতা বজায় রাখে অন্যদিকে নতুন নতুন বিষয়ের প্রতি আগ্রহী করে তোলে। টুর্নামেন্ট পরিচালনা পর্ষদের আহ্বায়ক, পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কেরুজ চিনিকলের মহাব্যবস্থাপক (অর্থ) মোশাররফ হোসেন, মহাব্যবস্থাপক (কৃষি) কেএম সরোয়ারদী, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর শোনিত কুমার গায়েন, কেরুজ নিরাপত্তা অফিসার গিয়াস উদ্দিন পিনা, পৌর কাউন্সিলর চান্দু মাস্টার, হাসান খালেকুজ্জামান, মনির সরদার, নজরুল ইসলাম, সুরাতন নেছা, দর্শনা রেলবাজার দোকান মালিক সমিতির সভাপতি তোফাজ্জেল হোসেন, সাধারণ সম্পাদক সাবির হোসেন মিকা, যুবলীগ নেতা সাইফুল ইসলাম হুকুম। উদ্বোধনী ম্যাচে দর্শনা পৌরসভার ৫নং ওয়ার্ড একাদশকে ১০ রানে হারিয়েছে ৩নং ওয়ার্ড একাদশ। ২য় ম্যাচে ২নং ও ৮নং ওয়ার্ড একাদশ অংশ নেয়। এ ম্যাচে ৭ উইকেটে ৮নং ওয়ার্ড একাদশকে হারিয়েছে ২নং ওয়ার্ড একাদশ। খেলা পরিচালনা করেন, আরিফ ও সুমন। সার্বিক সহযোগিতায় ছিলেন, নাজিম উদ্দিন, ইয়াছিন, আসিফ, সবুজ, বাশার, রাসেল, মিজান প্রমুখ।