মেহেরপুর অফিস: মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য বিএনপির নির্বাহীর কমিটির সদস্য মাসুদ অরুন, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুল রউফ মুকুল, বিএনপি নেতা শাহাবদ্দিন ও আলিহিমকে প্রধান আসামি করে গাছ কেটে সড়ক অবরোধসহ বিভিন্ন নৈরাজ্যের অভিযোগে মেহেরপুর সদর থানায় পৃথক ৪টি মামলা দায়ের করেছে পুলিশ। গত সোমবার রাতে মেহেরপুর সদর থানার এসআই মিজান বাদী হয়ে মাসুদ অরুনসহ ২০ জন নামিয় অজ্ঞাত ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে, এসআই দুলু বাদী হয়ে আব্দুর রউফ মুকুলসহ ৯ জন নামিয় অজ্ঞাত সাড়ে ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে, এসআই আকবর বাদী হয়ে বিএনপি নেতা আলিহিমসহ ২০ জন নামিয় অজ্ঞাত ৩শ নেতাকর্মীর বিরুদ্ধে এবং এসআই ইকবাল বাদী হয়ে বিএনপি নেতা শাহাবদ্দিনসহ ১৪ জন নামিয় অজ্ঞাত আড়াই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক ৪টি মামলা দায়ের করেন।