স্টাফ রিপোর্টার: নবজাতকের হাত ও মাথা কিছুটা ঠিক থাকলেও দুটি পায়ের একটিও ছিলো না। বিকৃত এ সন্তান গতপরশু রাত ৩টার দিকে প্রসব করেন প্রসূতি মেরিনা খাতুন। তিনি ডিঙ্গেদহ খাজুরা গ্রামের জিনারুল ইসলামের স্ত্রী। প্রসব বেদনা নিয়ে গতপরশু মঙ্গলবার রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হন। রাতেই বিকৃত সন্তান প্রসব করেন। কিছুক্ষণের মধ্যেই বিকৃত আকৃতির নবজাতকের মৃত্যু হয়। প্রসূতি বাড়ি ফিরেছেন।
চুয়াডাঙ্গা হাসপাতালে ভূমিষ্ঠ হওয়ার পরই বিকলাঙ্গ শিশুর মৃত্যু
