ঝিনাইদহে ভূয়া পরীক্ষার্থীর ১ বছরের কারাদণ্ড

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষায় প্রক্সি দেয়ার অপরাধে নাজমুস সাকিব নামে এক ভূয়া পরীক্ষার্থীকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত নাজমুস সাকিব সদর উপজেলার হরিশঙ্করপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে। আদালত সূত্রে জানা যায়, গতকাল বুধবার সারাদেশের ন্যায় ঝিনাইদহ সরকারি কেসি কলেজে অনুষ্ঠিত হয় অনার্স ২য় বর্ষের ইংরেজি পরীক্ষা। পরীক্ষায় কলেজের ইসলামের ইতিহাস বিভাগের শামীম রেজা নামের এক শিক্ষার্থীর পরিবর্তে নাজমুস সাকিব নামে এক যুবক পরীক্ষা দিচ্ছিলো। পরে তাকে আটক করে আদালতে সোপর্দ করা হলে আদালতের বিচারক তাকে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ আইন) ১৯৮০ এর ৩ ধারা মোতাবেক ১ বছরের কারাদণ্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালতে ঝিনাইদহ সদর থানার এসআই কবীর ও এসআই প্রবীর সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।