মেহেরপুর অফিস: মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামে হাফিজুর রহমানের পুকুর থেকে উদ্ধার করা ৩ বছর বয়সী এক শিশুর লাশ এখনো শনাক্ত হয়নি। এদিকে গতকাল সকালে লাশের ময়নাতদন্ত শেষে শনাক্ত না হলে আঞ্জুমান মফিজুলের মাধ্যমে তার লাশ দাফন করা হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, সোমবার বিকেল সোয়া ৩টার দিকে মেহেরপুর সদর উপজেলার সিংহাটি গ্রামের হাফিজুরের পুকুরে হঠাত করে একটি শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয় জনতা। তবে শিশুটি ওই গ্রামের বা আশপাশের কারো নয় বলে জানায় গ্রামবাসী। গ্রামবাসী জানায়, লাশ দেখতে পেয়ে শনাক্ত করতে না পেরে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে মেহেরপুর সদর থানায় নেয়। সারারাত থানায় রাখলেও লাশের পরিচয় মেলেনি।