আসমানখালী প্রতিনিধি: আলমডাঙ্গার আসমানখালী মোচাইনগরে বসতবাড়িতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়েছে। গতকাল বুধবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা গেছে, মোচাইনগর গ্রামের ঝোড়পাড়ায় মৃত ঝড়ু বিশ্বাসের ছেলে নান্দবার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক হাজি আবুল হাসেম এর বসতবাড়িতে গতকাল বুধবার দুপুর ২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই বাড়ির মালিক আবুল হাসেম বলেন, দুপরে বাড়িতে পাটখড়ির উরবা পুরানোর সময় দমকা বাতাসে আগুন ছড়িয়ে যায়। আগুন উড়ে গিয়ে পাটখড়ি গাদায় পড়ে এতে আগুনের তেজ আরও বেড়ে যায়। গ্রামবাসী আগুন দেখে দৌড়ে এসে ৪০ মিনিট পরে আগুন নিয়ন্ত্রণ করে। এ সময় পাটখড়ি গাদাসহ একটি ঘর পুরে ভস্মীভূত হয়। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।