স্টাফ রিপোর্টার: প্রথমবারের মতো আয়োজিত আলফাজ উদ্দীন জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সকল প্রস্তুতিসম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে উদ্বোধন করা হবে আলফাজ উদ্দীন জোয়ার্দ্দার স্মৃতি ফুটবল টুর্নামেন্ট। গতকাল অনুষ্ঠিত সভায় টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক চুয়াডাঙ্গা ডিএফ’র সভাপতি রফিকুল ইসলাম লাড্ডু বলেন, টুর্নামেন্ট শুরুর সকল প্রস্তুতিসম্পন্ন। আজ বৃহস্পতিবার দুপুর আড়াই টায় শুরু হবে উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠান শেষে আলমডাঙ্গার নাগদাহ অনির্বাণ সংঘ ও দামুড়হুদার জুড়ানপুর ইউনিয়ন ফুটবল দলের মধ্যে শুরু হবে উদ্বোধনী ম্যাচ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কৃতিফুটবলার মামুন জোয়ার্দ্দার তার প্রয়াত বাবা আলফাজ উদ্দীন জোয়ার্দ্দার স্মরণে আলফাজ উদ্দীন স্মৃতি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন। টুর্নামেন্টটি বাস্তবায়নে সহযোগিতা করছে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা, চুয়াডাঙ্গা ডিএফএ ও চুয়াডাঙ্গার প্রাক্তন ফুটবলার খেলোয়াড়গণ। টুর্নামেন্টে চুয়াডাঙ্গা জেলার ১৮টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।
‘এ’ গ্রুপে আছে নাগদাহ অনির্বাণ সংঘ, জুড়ানপুর ইউনিয়ন ফুটবল দল, চিৎলা গোবিন্দহুদা ফুটবল একাডেমি, দামুড়হুদা স্পোর্টিং ক্লাব, শহীদ রবিউল মিলনায়তন, ব্যারিস্টার বাদল রশীদ স্মৃতি সংঘ, ভগিরথপুর চক্রবাক সংঘ, রেনেসা ক্লাব হাসাদাহ ও চিৎলা ইউনিয়ন ফুটবল দল। ‘বি’ গ্রুপে আছে গোয়ালবাড়ী গোধুলী ক্লাব মুন্সিগঞ্জ, দৌলাতদিয়াড় একাদশ, ওসমানপুর ইলেভেন স্টার ফুটবল একাদশ, আটকবর স্মৃতি সংঘ, ফিউচার ফুটবল একাডেমি, সবুজ সংঘ ঈশ্বরচন্দ্রপুর দর্শনা, আলমডাঙ্গা একাদশ, পাঁচকমলাপুর স্পোর্টিং ক্লাব ও ভাংবাড়িয়া ফুটবল একাডেমি, আলমডাঙ্গা।
আগামীকাল শুক্রবার একই মাঠে চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় একাদশ মুখোমুখি হবে মুন্সিগঞ্জ গোয়ালবাড়ী গোধুলী ক্লাবের বিপক্ষে।