স্টাফ রিপোর্টার: জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দশম জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে যাওয়া এবং দাখিলকৃত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করার ঘোষণা দেয়ায় রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা আনন্দ-উল্লাসে মেতে উঠেছেন। গতকাল বিকেলে জেলা জাতীয় পার্টি ও মহানগর কমিটির উদ্যোগে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা গরু জবাই করে দুস্থদের মাঝে খাবার বিতরণসহ একে অপরের মুখে মিষ্টি তুলে দিয়ে আনন্দের বহির্প্রকাশ ঘটান। এ ব্যাপারে জেলা ও মহানগর জাতীয় পার্টির সভাপতি মসিউর রহমান রাঙ্গা বলেন, দেশে যেভাবে হানাহানি শুরু হয়েছে, এ থেকে পরিত্রাণের জন্য রংপুরে জাতীয় পার্টির নেতাকর্মীরা দোয়া ও সিন্নী বিতরণের জন্যই নিজেরা টাকা দিয়ে এ আয়োজন করেছেন।