ডাকাতচক্রের সদস্যদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত ॥ ২ জনকে গ্রেফতার
দর্শনা অফিস: বহুল আলোচিত গোপালখালী ব্রিজে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা সড়কে গাছ ফেলে পূর্বাশা পরিবহনে করেছে ডাকাতি। ডাকাতচক্রের সদস্যদের গ্রেফতার পুলিশি অভিযান রয়েছে অব্যাহত। অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করা হলেও একজনকে সোপর্দ করা হয়েছে আদালতে। গত সোমবার রাত পৌনে ৩টার দিকে পূর্বাশা পরিবহন একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৬০১৩) ঢাকা থেকে ফিরে দর্শনায় যাত্রী নামিয়ে কার্পাসডাঙ্গার উদ্দেশে ছেড়ে যায়। পরিবহনটি দর্শনা-কার্পাসডাঙ্গা মহাসড়কের বহুল আলোচিত গোপালখালী ব্রিজ নামক স্থানে পৌঁছুলে মুখোশধারী ডাকাতদল সড়কের ওপর গাছ ফেলে গতিরোধ করে। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবহনের সুপারভাইজার রফিকুল ইসলামসহ যাত্রীদের কাছ থেকে নগদ ১৬ হাজার টাকা ও তিনটি মোবাইলফোন ছিনিয়ে নেয়। একই স্থানে একের পর এক ডাকাতি ঘটনায় ব্যাপক আলোচিত হয়েছে গোপালখালী ব্রিজ নামক স্থানটি। ডাকাতি ও ছিনতাইরোধে ইতিমধ্যে ওই স্থানে নির্মাণ করা হয়েছে পুলিশ ছাউনি। ডাকাতদলের সদস্যদের গ্রেফতারে ওই রাতেই দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সেপেক্টর শোনিত কুমার গায়েনের নেতৃত্বে এসআই জাহাঙ্গীর আলম, এএসআই লাভুল ও মনির হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান শুরু করে সন্দেহজনকভাবে দর্শনা রামনগরের কৌলাশ ও মজুন নামের দুজনকে গ্রেফতার করে দামুড়হুদা থানায় সোপর্দ করেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কৌলাশকে জিজ্ঞাসাবাদে তেমন কোনো তথ্য না পাওয়ায় তাকে ছেড়ে দিলেও মজনুকে সোপর্দ করা হয়েছে আদালতে। মজনুর দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশি অভিযান রয়েছে অব্যাহত।।