জীবননগরে স্কুল ব্যাংকিং ইসলামী ব্যাংকের ক্যাম্পেইন

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আলিম মাদরাসায় স্কুল ব্যাংকিং নিয়ে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার মাদরাসা হলরুমে এ মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের ফার্স্ট অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট ও ইসলামী ব্যাংক জীবননগর শাখার ব্যবস্থাপক খুরশীদ আলম।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং ক্যাম্পেইনে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের মানসিকতা গড়ে তুলতে, ভবিষ্যতে জরুরি প্রয়োজন মেটাতে, প্রয়োজনে উচ্চশিক্ষার তহবিল জোগাতে স্টুডেন্ট অ্যাকাউন্ট খোলার বিষয়ে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করেন। এছাড়াও ব্যাংকের এসএমএস ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, এটিএম কার্ডসহ আধুনিক ব্যাংকিং সেবার সাথে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দিয়ে ব্যাংকে হিসেব খোলার নিয়মাবলী এবং সুবিধাসমূহ সম্পর্কে আলোকপাত করেন। তিনি বলেন দেশের অর্থনৈতিক উন্নয়নে ও নারীর ক্ষমতায়নে ইসলামী ব্যাংক নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শাখার স্কুল ব্যাংকিং বিষয়ক কর্মকর্তা আরাফাত হোসেন পরিচালনায় ক্যাম্পাইনে এছাড়াও বক্তব্য রাখেন মাদরাসার সহকারী অধ্যাপক আমিনুল ইসলাম, ব্যাংক কর্মকর্তা ওয়ালিউল্লাহ, মো. সাইফুল্লাহ প্রমুখ। শেষে মাদরাসার ৩শ ছাত্র-ছাত্রীর মাঝে হিসেব খোলার ফরম বিতরণ করা হয়।