কোটচাঁদপুর প্রতিনিধি: ঝিনাইদহের কোটচাঁদপুর আখ সেন্টারপাড়ায় রেললাইনের পাশ থেকে শফি উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সে কোটচাঁদপুর গাবতলাপাড়ার মনিরুদ্দিনের ছেলে। কোটচাঁদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, গতকাল মঙ্গলবার সকালে আখ সেন্টারপাড়ার রেললাইনের পাশে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখে এলকাবাসী পুলিশে খবর দেয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখম আছে। ট্রেনে কাটা পড়ে তার দু’পা বিচ্ছিন্ন হয়ে গেছে। তাকে হত্যা করে রেললাইনের পাশে ফেলে রাখা হতে পারে অথবা সে ট্রেনে কাটা পড়েও মারা যেতে পারে এমন ধারণা করছে তার পরিবার। পুলিশ দুটি বিষয়ই মাথায় রেখে তদন্ত শুরু করেছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে কোটচাঁদপুরের ওসি জানান। খবর পেয়ে জিআরপি পুলিশ মৃতদেহটি উদ্ধার করেছে।