দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার হাউলী ইউনিয়নের বড়দুধপাতিলা গ্রামে আর্সেনিক পরীক্ষার জন্য এশিয়ান আর্সেনিক নেটওয়ার্ক এনজিও’র পক্ষ থেকে ফিল্ড কিড্স বিতরণ করা হয়েছে। বড়দুধপাতিলা গ্রামের ২’শ নলকুপের জন্য ওই কিড্স প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার সকালে এশিয়ান আর্সেনিক নেটওয়ার্ক এনজিও’র পক্ষে কো-অর্ঢিনেটর শাহীন উদ্দীন হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টুর হাতে ওই কিড্স তুলে দেন। দামুড়হুদা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী আব্দুর রশিদ, ইউপি সচিব শাহাবুবুর রহমান প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।