ঝিনাইদহ প্রতিনিধি: মহিলাদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ঝিনাইদহে অস্বচ্ছল নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। এ সময় জেলার ৬৭টি ইউনিয়নে ২৭০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা পরিষদ চত্বরে এ সেলাই মেশিন বিতরণ করা হয়। এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান কনক কান্তি দাস’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই। সভায় আরও উপস্থিত ছিলেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আছাদুজ্জামান, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর হোসেন, সোহেল, হিলারী, আশরাফুন্নাহার শিখা, ফুরসন্দি ইউনিয়নের চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক মিনাসহ আরও অনেকে।
এ সময় বক্তারা বলেন, নারীদের আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী এই সেলাই মেশিনগুলো তোমাদের দিয়েছেন। এই মেশিন বাড়িতে নিয়ে নিজেরা কাজ করার পাশাপাশি আরও নারীদের সেলাই কাজ শিখিয়ে তাদেরও স্বাবলম্বী করে গড়ে তুলতে সহযোগিতা করবেন।