মেহেরপুর অফিস: মেহেরপুরের অন্যতম সাহিত্য ও সাংস্কৃতিক সংগঠন ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে শিল্প সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক পত্রিকা স্রোত’র ১৭৭তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে স্রোত’র মোড়ক উন্মোচন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল। ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সভাপতি আলহাজ্ব অ্যাড. আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেহেরপুর পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন ও ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের প্রধান উপদেষ্টা আব্দুর রাজ্জাক খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ভৈরব সাহিত্য সাংস্কতিক চত্বরের সাধারণ সম্পাদক আনিসুজ্জামান মেন্টু। মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রুহুল কুদ্দুস টিটোর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি আল আমিন হোসেন, সাধারণ সম্পাদক রফিকুল আলম, জেলা শিল্পকলা একাডেমির সহ-সভাপতি নুরুল আহমেদ, ভৈরব সাহিত্য সাংস্কৃতিক চত্বরের সহ-সভাপতি সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করেন রফিকুল আলম, নিলুফার বাশার, আবিরা পারভীন, শহিদুল ইসলাম কানন, মোমিনুল হক ও হাসনাত জামান সৈকত প্রমুখ ।