মাশরাফি তাণ্ডবে রংপুরের জয়

স্টাফ রিপোর্টার: প্রতিশোধের ম্যাচেও জয় পেল না সিলেট সিক্সার্স। শেষ মুহূর্তে মাশরাফির তাণ্ডবে সিলেটের হাত থেকে ম্যাচটি ফসকে যায়। সিলেটের বিপরীতে টানা দ্বিতীয়বারের মতো জয় তুলে নেয় রংপুর রাইডার্স। গতকাল মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে রংপুরের বিপরীতে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হয় সিলেট। টস হেরে ব্যাটিংয়ে নেমে রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে শুরু থেকেই বেকায়দায় পড়ে নাসির বাহিনী। শেষ পর্যন্ত বাবর আজমের ৫৪, আইকন খেলোয়াড় সাব্বির রহমানের ৪৪ ও অ্যান্ড্রু ফ্লেচারের ২৬ রানের সুবাদে ১৭৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে তোলে সিলেট। রংপুরের হয়ে নাজমুল ৩ ও মাশরাফি ১ উইকেট নেন।

জবাবে মাঠে নেমে রংপুরের শুরুটাও ভালো হয়নি। ব্যক্তিগত মাত্র ৫ রানে সোহেল তানভীরের বলে আউট হয়ে সাজঘরে ফিরেন গেইল। তবে জিয়াউর রহমান ও ম্যাককালামের ব্যাটে ঘুরে দাঁড়ায় রংপুর। জিয়া ৩৬ এবং ম্যাক্কালাম ৪৩ রানে ফিরে গেলে রবি ভোপারা হাল ধরেন। তবে ভোপারা ২৪ বলে ৩৩ রান করে সাজঘরে ফিরে গেলে কিছুটা চাপে পড়ে যায় রংপুর।

এ সময় দলের হাল ধরেন মাশরাফি। শেষ পর্যন্ত নাহিদুল ইসলামকে সঙ্গী করে তিনি দলকে জয়ের বন্দরে নিয়ে যান। মাশরাফি ১৭ এবং নাহিদুল ১৪ রানে অপরাজিত ছিলেন। সোহেল তানভীর, নাবিল সামাদ, টিম ব্র্যাসনেন ও আবুল হাসান ১টি করে উইকেট নেন। এর আগে প্রথম ম্যাচে শক্তিশালী রংপুর রাইডার্সের কাছে ৭ উইকেটে হেরেছিল সিলেট সিক্সার্স।