চুয়াডাঙ্গা কলোনিপাড়ায় কম্পিউটার সিডি ও গান কপিয়ারের দোকানে নগ্ন হামলা
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা বিএডিসি খামারের অদূরবর্তী কলোনিপাড়ায় কম্পিউটার সিডি ও গান কপিয়ার ব্যবসায়ী চান মিয়াকে (২৪) ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে তার দোকানেই একইপাড়ার বেশ ক’জন যুবক হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে সটকে পড়ে।
রক্তাক্ত জখম চান মিয়াকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘাড়সহ শরীরের বেশকিছু অংশে ধারালো অস্ত্রের কোপে ক্ষত হয়েছে। আহত চান মিয়া কলোনিপাড়ার আব্দুল মালেকের ছেলে। সে অভিযোগ করে বলেছে, একপাড়ার মোবারকের দু’ছেলে মুস্তাক ও মোয়া, মসলেম আলীর ছেলে নিজাম, আনোয়ারের ছেলে লালন ও ফয়জুলের ছেলে জুয়েল ধারালো অস্ত্র নিয়ে দোকানে হামলা চালিয়ে একা পেয়ে ইচ্ছে মতো কুপিয়ে ক্ষতবিক্ষত করেছে। কেন? কয়েক বছর ধরে বিএডিসি খামারে লেবার নিযুক্ত এবং সর্দ্দার নির্বাচন নিয়ে বিরোধ চলে আসছে। সেই বিরোধের জের ধরেই এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্থানীয়দের কয়েকজন।